মজনুর রহমান আকাশ (মেহেরপুর প্রতিনিধি):
মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাড়াডোব নামক স্থানে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোমানা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মেহেরপুর শহরের কাশ্যবপাড়ার মৃত খোকন আলীর কন্যা এবং ঢাকা জর্জকোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।
জানা যায়, রোমানা আক্তার তার চাচাতো ভাই বাবুর মোটরসাইকেলযোগে মেহেরপুর বাসা থেকে গাংনীর উদ্দেশ্যে রওনা দেন। পথের মধ্যে গাড়াডোব নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুকি সংঘর্সে দুই মোটরসাইকেলের চালক ও দুই আরোসহী চার জন আহত হয়।
রোমানা আক্তারকে গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এ সময় বাকি তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
গুরুতর আঘাতের ফলে রোগীর মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন মেহেররপুর জেনারেল হাসপাতালে ইমারজেন্সি বিভাগের দায়িত্ব মেডিকেল অফিসার তারিক আহমেদ।
পরিবার সূত্রে জানা যায়, ব্যক্তিগত কোন কাজে মেহেরপুর থেকে গাংনির উদ্দেশ্যে চাচাতো ভাই বাবুকে সাথে করে রওনা দেয় রোমানা আক্তার। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটেছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।