মো.সবুজ,(ভোলা প্রতিনিধি):
ভোলায় একটি আগ্নেয়াস্ত্র এবং ৫টি দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোন।
বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আলমগীর মাতব্বর (৬০) কোড়ালিয়া গ্রামের বাসিন্দা তার ছেলের নাম মো. রিয়াদ হোসেন (৩৫)।
বুধবার সকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোষ্টগার্ড
কোষ্টগার্ড জানায়, আটককৃত বাবা-ছেলে স্থানীয় অসহায় মানুষদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করতেন। এছাড়াও তাদের বিরুদ্ধে ভূমিদস্যুতা, এলাকায় ত্রাসের রাজত্ব করাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে কোষ্টগার্ড তাদেরকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।