সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

প্রেম জনিত কারণে অভিমান করে ছেলের আত্নহত্যা

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৮ ডিসেম্বর ২০২৪, ০০:১৯

প্রেম জনিত কারণে অভিমান করে ছেলের আত্নহত্যা

সজিব রেজা ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ১ নং বুলাকিপুর ইউপির কইপাড়া গ্রামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
নিহত যুবক হলেন, উপজেলার ১ নং বুলাকিপুর ইউপির বলগাড়ী (কইপাড়া) গ্রামের শ্রী সুভাষচন্দ্র দেবনাথ এর পুত্র নিমাই চন্দ্র দেবনাথ (২০)।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল যুবকের বাবা যুবককে প্রেম জনিত কারণে বকাঝকা করে, একারণে যুবক অভিমান করে  আজ (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ সময় মা বাহিরে ধান শুকাতে যায় এবং বাবা বাজারে যায়।বাবা বাজার থেকে ফিরে এসে ঘরের মধ্যে ছেলের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এবিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার বিষয়ে তদন্ত চলমান আছে।

এ সম্পর্কিত আরো খবর