শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১০ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা স্বর্ণকুমার কে রাষ্ট্রের গার্ড অফ অনার প্রদান

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৪৯

বীর মুক্তিযোদ্ধা স্বর্ণকুমার কে রাষ্ট্রের গার্ড অফ অনার প্রদান
মজিবর রহমান, (পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার  তুষখালী. গ্রামের বীর মুক্তিযোদ্ধা স্বর্ণকুমার দেবনাথ (৮০) এর মহাপ্রয়াণে রাষ্ট্রের সন্মান গার্ড অব অনার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় গার্ড অব অনার প্রদান করেন  উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হালিম তালুকদার,উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, সাবেক সহকারি কমান্ডার বীরমুক্তি যোদ্ধা শাহাদাৎ হোসেন রাজা,বীর মুক্তি যোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান শৈয়েবুর রহমান গোলদার,তুষখালী ইউপি”র প্যানল চেয়ারম্যান মোস্তফা শরীফ প্রমুখ।বীর মুক্তিযোদ্ধা স্বর্নকুমার ওই এলাকার কেদার নাথের ছেলে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন  বিকেলে স্টোক করে নীজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মহাপ্রয়াণে বীর মুক্তিযোদ্ধা স্বর্নকুমার দেবনাথ দুই ছেলে, তিন কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এ সম্পর্কিত আরো খবর