সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মরণোত্তর সার্টিফিকেট পেলো চুয়াডাঙ্গার শিশু আলিফ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৪৪

মরণোত্তর সার্টিফিকেট পেলো চুয়াডাঙ্গার শিশু আলিফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

দুনিয়ার বুকে কয়দিনই বা কাটলো আলিফের জীবন। জন্ম নিয়ে মাত্র তিন বছরের মধ্যে প্রদ্বীপ নিভে গেলো তার। ভাগ্যের নির্মম পরিহাস আর বাঁচতে দিলো না শিশু আলিফকে। অবশেষে পুকুরের পানিতে ডুবেই তাঁর মরণোত্তর সার্টিফিকেট পেলো আলিফ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের ডিহি-কৃষ্ণপুর গ্রামের গাবতলাপাড়ার পুকুরের পানিতে ডুবে মারা যায় শিশুটি।
শিশু আলিফ ওই গ্রামের মোহাম্মদ হাসানের ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে গরুর শরীর পরিস্কার করছিলেন আলিফের মা রুপালী খাতুন। শিশু আলিফ তার মায়ের কাছে ছুটে আসে। সেসময় রুপালী খাতুন গায়ে পানি পড়বে বলে আলিফকে ঘরে যেতে বলেন। এরপর মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শিশু আলিফ খেলতে খেলতে বাড়ির মেইন গেট পার হয়ে সামনের পুকুর পাড়ে চলে যায়। অসাবধানতায় পুকুরের পাড়ে ঢালু থাকায় আলিফ পানিতে পড়ে যায়।

প্রায় একঘণ্টা ধরে খুঁজে না পেয়ে মা রুপালী খাতুন তার পায়ে একটি স্যান্ডেল পুকুরপাড়ে পড়ে থাকতে দেখেন। এরপর আরেকটি স্যান্ডেল পুকুরের পাড়ে ভাসতে দেখেন। সে সময় রূপালী খাতুন চিৎকার করতে করতে পুকুরে নেমে আলিফকে খোঁজার একপর্যায়ে তার মরদেহ পানি থেকে তুলে আনেন। দ্রুত পরিবারের অন্য সদস্যরা ডিহি-কৃষ্ণপুর বাজারে স্থানীয় ডাক্তারের কাছে নিলে আলিফ মারা গেছে বলে তিনি জানান।

পরে মায়ের মন না মানলে বিকেল ৩টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে আবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন আলিফকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন জানান, বিকেলের দিকে আলিফকে হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে

এ সম্পর্কিত আরো খবর