জাবের হোসেন (ফটিকছড়ি প্রতিনিধি)
ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এক দিন ব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ ডিসেম্বর বেলা ১০ টায় উপজেলা মিলনায়তনে শহীদ বীর মুক্তিযুদ্ধের পরিবার ও বীর মুক্তিযুদ্ধাগনের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিজয় মেলার প্রথম কার্যক্রম শুরু হয়। উক্ত মেলা প্রঙ্গনে জাঁকজমকপূর্ন বাহারি দোকানের পসরা সাজিয়েছে বসেছেন বিভিন্ন জায়গায় থেকে আগত দোকানীরা।
এই মেলায় নানানরকম জামা কাপড়, কসমেটিক, জুতা, শিশুদের খেলনা, নাগর দোলা ফুড সপ সহ রকমারি দোকানের ছিল বিপুল সমাহার। মেলা প্রাঙ্গনের একপাশে অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা শিশু কিশোর একাডেমির শিল্পীরা নাচে, গানে, কবিতা আবৃতিতে মুখরিত করেছে মেলায় আগত ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের। মেলার শেষ প্রান্তে দর্শনার্থীদের আনন্দ দিতে গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোজাম্মেল হক ও সহকারী ভূমি অফিসার মেজবাহ উদ্দীন।