শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

কালীগঞ্জে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৪

কালীগঞ্জে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন
গাজীপুর প্রতিনিধি
নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করলো গাজীপুরের কালীগঞ্জ ঊপজেলা প্রশাসন।
সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী দিবসটি উদযাপনে স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা, আলোচনা সভা, বিজয় মেলাসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি অনুষ্ঠিত হয় থানা প্রাঙ্গণে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফরাদের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধাগণ।
এরপর স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা ও থানা প্রশাসনসহ সকল শ্রেণিপেশার মানুষ।
পরে সকালে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেলা ১০ টায় উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে প্রথমেই বীর মুক্তিযোদ্ধাদের সামনে গিয়ে ইউএনও তনিমা আফ্রাদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ফুল দিয়ে বরণ করে নেন।
বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘোষনা করা হয়।

এ সম্পর্কিত আরো খবর