আক্কাছ আলী (মুন্সীগঞ্জপ্রতিনিধি)
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি মধ্য দিয়ে উপজেলা পরিষদের চত্ত্বর থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তুপক অর্পণ করেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এরপর পর্যায়ক্রমে শহীদ মিনারে পুস্পস্তুপক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ,টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, জাতীয়তা বাদী দল বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল নারী ও শিশু আধিকার ফোরম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুব মল্লিকের নেতৃত্রিত্বে একটি বিজয় র্যালি বের হয় র্যালিটি উপজেলার সুপার মার্কেট হতে শুরু করে উপজেলা মডেল মসজিদ ঘুরে পুনরায় উপজেলা গেটে এসে র্যালিটি সমাপ্ত হয়।
উপজেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলা উদ্বোধন, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা,শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে সন্ধার পওে সাংস্কৃতিক ও পুরুস্কা বিতরণ করা হবে।