বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৮ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে ৫৪তম বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:২২

যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে ৫৪তম বিজয় দিবস উদযাপন
খাদিজা আক্তার; বান্দরবান প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে বান্দরবানে ৫৪ তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার
তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।
তোপধ্বনির পর পার্বত্য জেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের সম্মান জানান বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান জনাব অধ্যাপক থানজামা লুসাই, জেলাপ্রশাসক জনাব শাহ্ মোজাহিদ উদ্দিন,  পুলিশ সুপার জনাব মো. শহিদুল্লাহ কাওসার, পিপিএম (বার)। এছাড়াও  সরকারি বেসরকারি দপ্তর এবং বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পনের মাধ্যমে বীর শহিদদের সম্মান জানান।
সকাল ৮ টায় সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯.৩০ জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব শাহ্ মোজাহিদ উদ্দিন।
সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের  সংবর্ধনা প্রদান করেন বান্দরবান জেলা প্রশাসন। এছাড়াও  পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে পরিষদের পক্ষ হতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা  প্রদান করা হয়।
বিকেল তিনটায় বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। এতে অংশগ্রহন করে  জেলাপ্রশাসন ফুটবল একাদশ এবং বান্দরবান পৌরসভা ফুটবল একাদশ।
সন্ধায় মেলায় পুরস্কার বিতরণ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি হয়।

এ সম্পর্কিত আরো খবর