সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মেঘনায় ঘন কুয়াশায় পথ হারালো ফেরি

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৩০

মেঘনায় ঘন কুয়াশায় পথ হারালো ফেরি

মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মেঘনা নদীর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ফেরিঘাট থেকে ঘন কুয়াশায় শনিবার ভোররাত সাড়ে তিনটায় ভুল পথে প্রায় দুই কিমি চলে যাওয়ার পর নুর আলম নামে একজন যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। তাদের গন্তব্য ছিল নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিষনন্দী ফেরিঘাট। কলার জানান ঘন কুয়াশায় সঠিক পথ নির্ণয় করা তাদের জন্য দুরুহ ব্যাপার।

তিনি আরও জানান, ফেরিতে অ্যাম্বুল্যান্সে রোগী, বরযাত্রীবাহী গাড়িসহ প্রায় দুইশ যাত্রী আছেন। এ অবস্থায় কলার তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কন্সটেবল তৌহিদুল ইসলাম এবং কলার ও উদ্ধার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল মানান।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে আড়াইহাজারের খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল এবং সড়ক ও জনপদের ফেরি রক্ষণাবেক্ষণ উপবিভাগের একটি দল উদ্ধার কাজে নিয়োজিত হয়। অবশেষে যৌথ উদ্ধার প্রচেষ্টায় ফেরিটি উদ্ধার করে নিরাপদে আড়াইহাজার বিষনন্দী ফেরঘাটে পৌঁছে দেওয়া হয়। ফেরি রক্ষণাবেক্ষণ উপবিভাগের উপ সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

উদ্ধারকৃত ফেরীর যাত্রী নবীনগর গ্রামের সেলিম মিয়া জানান, আমরা প্রায় ২ কি:মি: যাবার পরও যখন গন্তব্য পৌছাতে পারছিলাম না, তখন আতকিংত হয়ে পড়ে। বিশেষ করে নারী ও শিশুরা কান্দাকাটি শুরু করে। কারণ, ফেরী কড়িকান্দি হতে বিশনন্দী যেতে সময় লাগে মাত্র ১৫ হতে ২০ মিনিট। পরে, বরযাত্রী বহরের এক ভাই ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়।

এ সম্পর্কিত আরো খবর