সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সব অপরাধের মূল হোতা হলো মাদক

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫

সব অপরাধের মূল হোতা হলো মাদক
সজিব রেজা, ঘোড়াঘাট (দিনাজপুর) :

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন   ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হক।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলাধীন কশিগাড়ী ( সোনার পাড়া) মানবকল্যাণ পরিষদ এর সদস্যরা মাদক বিরোধী জনসচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর রাত আনুমানিক ৭ টার সময় কাওছার (২৮) নামক মাদকসেবীকে ৩ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে রেখে (ওসি) সাহেবকে মুঠোফোনে জানালে তিনি ফোর্সের মাধ্যমে আসামীকে থানা হাজতে নিয়ে যান।

১৫ ডিসেম্বর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে এক মাসের সাজা প্রদান করা হয়। এ বিষয়ে
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ বলেন, ‘সব অপরাধের মূল হেতু হলো মাদক।

এই মাদকের জন্যই সমাজে প্রতিনিয়ত চুরি, ছিনতাই, ডাকাতি ও খুন-খারাবির মতো ঘটনা ঘটে থাকে। মাদক নির্মূলে আপনারা (স্থানীয়রা)  যে অভিযান চালিয়েছেন,তাতে আমার পূর্ণ সমর্থন রয়েছে। কারন মাদক নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। তিনি কশিগাড়ী (সোনারপাড়া) মানব কল্যান পরিষদের সকল সদস্যকে প্রশাসনকে সহযোগীতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সম্পর্কিত আরো খবর