শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

গাংনীতে ফেনসি ডিলসহ মাদক পাচারকারী আটক

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১২ ডিসেম্বর ২০২৪, ২০:৪৯

গাংনীতে ফেনসি ডিলসহ মাদক পাচারকারী আটক

মজনুর রহমান আকাশ (মেহেরপুর প্রতিনিধি):

মেহেরপুরের গাংনী উপজেলার নিশিপুর পশ্চিমপাড়া থেকে স্বপন(৩৫) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আজ বৃহষ্পতিবার সকালে স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের একটি টীম ১৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।

সেই সাথে জব্দ করা হয় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল। আটক স্বপন আলী কাজীপুর মুন্সিপাড়ার মৃত নবীর উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু সাপেক্ষে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, আটক স্বপন আলী মাদক নিয়ে নিশিপুর মেসার্স রাহুল স্টোরের সামনে অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের একটি টীম তাকে ফেনসিডিলসহ আটক করে। তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর