নজরুল ইসলাম-লালমোহন (ভোলা) প্রতিনিধি :
লালমোহনে হাজী নুরুল ইসলাম চৌধুরী কলেজের বিভিন্ন অনিয়মের অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লাঙ্গলখালী এলাকায় কলেজের ভিতরে গিয়ে প্রথমে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। সেখানে কলেজের শিক্ষক-কর্মচারীদের বাধার মুখে পরে পিছু হটে শিক্ষার্থীরা।
পরে বিক্ষুব্দ শিক্ষার্থীরা কলেজের বাইরে গিয়ে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করে। এতে প্রায় ঘন্টা খানেক সময় ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের সমজোতায় বিক্ষুব্দ শিক্ষার্থীরা সরে যায়।
লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম জানান, থানা পুলিশ, স্থানীয় নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করে বিষয়টি আপাতত নিরসন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবী দাওয়া থাকলে সেগুলো
পরবর্তী সময়ে আলোচনা সাপেক্ষে মিট করে নেবে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী রিয়াজসহ অন্যান্য শিক্ষার্থীদের অভিযোগ সেশন ফি, এডমিট, ফরম ফিলআপ, ভর্তি, কম্পিউটার ল্যাবের মালামাল লুটপাটসহ অনেক অনিয়ম ঘটে চলেছে এই কলেজে।
ডিগ্রি পাসকোর্স চালু থাকলেও ক্লাশ নেয়া হয় না। এসব বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে জানিয়েও কোনো ফল হচ্ছে না। যার কারনে গত ১০ ডিসেম্বর উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
ইউএনও’র কাছে স্মারকলিপি দেয়ায় ক্ষুব্দ হয় কলেজের কতিপয় শিক্ষক। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা কলেজে গেলে শিক্ষকরা তাদের সাথে খারাপ ব্যবহার করে মারতে উদ্যত হয়। যার কারনে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
এ বিষয়ে কোনো বক্তব্য দিতে অপারগ প্রকাশ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন। তবে কলেজের অপর শিক্ষক আশরাফুল জুমলাত উজ্জল জানান, যারা আন্দোলন করেছে তারা অছাত্র। একটি স্বার্থান্বেষি মহল শিক্ষার পরিবেশ বিনষ্ট করতে বহিরাগত অছাত্রদের দিয়ে এসব কাজ করাচ্ছে।