শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সরকার বিরোধী ষড়যন্ত্রের সাথে জড়িত মামলায় ইউপি মেম্বার আটক 

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:২৬

সরকার বিরোধী ষড়যন্ত্রের সাথে জড়িত মামলায় ইউপি মেম্বার আটক 

মোঃ ওমর আলী মোল্যা,(গাজীপুর -প্রতিনিধি) 

গাজীপুরের কালীগঞ্জের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার  প্ররোচনা দিয়ে অহিংস গণঅভ্যুত্থানের নামে শাহবাগে নিয়ে সরকার বিরোধী ষড়যন্ত্রের জড়িত ঘটনায় দায়ের হওয়া মামলায় ইউপি সদস্য আশফিয়াক মোহাম্মদ খালিদকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার আশফিয়াক মোহাম্মদ খালিদ পিপুলিয়া এলাকার মৃত আজমল হোসেনের ছেলে। তিনি নাগরী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর কালীগঞ্জের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে বিনা সুদে ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দেয়ার প্ররোচনা দিয়ে অহিংস গণঅভ্যুত্থানে নামে শাহবাগে নিয়ে সরকার বিরোধী ষড়যন্ত্র এবং কালীগঞ্জের দোলন বাজার কাঠপট্টি এলাকায় দাঙ্গা সৃষ্টির দায়ে দায়ের হওয়া মামলায়

বুধবার রাতে আশফিয়াক মোহাম্মদ খালিদকে পিপুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার বাদী কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার {মামলা নম্বর ৩৭(১১)২৪}।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে  অহিংস গণঅভ্যুত্থানের নামে এলাকার সাধারণ মানুষকে  শাহবাগে নিয়ে সরকার বিরোধী ষড়যন্ত্র ও এলাকায় দাঙ্গা সৃষ্টির দায়ে দায়ের হওয়া মামলায় আশফিয়াক মোহাম্মদ খালিদকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মোঃ ওমর আলী মোল্যা

এ সম্পর্কিত আরো খবর