আশরাফুল ইসলাম,(শেকৃবি প্রতিনিধিঃ)
গ্লোবাল ওয়ার্মিং এর এই যুগে পরিবেশ রক্ষা এবং নগরকে আরও বাসযোগ্য ও পরিবেশবান্ধব করতে “নিরাপদ খাদ্য ও পরিবেশের টেকসই উন্নয়ন, প্রয়োজন নগর কৃষির সুরক্ষিত সম্প্রসারণ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর আগারগাঁও এ ৬ দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে ৩য় নগর কৃষি মেলা।
নগর কৃষি ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর (শনিবার) হতে ঢাকার আগারগাঁও এ অবস্থিত রাজধানী উচ্চ বিদ্যালয়ে এই কৃষি মেলা শুরু হতে যাচ্ছে। মেলা চলবে ১৪ ডিসেম্বর থেকে ১৯ডিসেম্বর ৬ দিন ব্যাপি। নগরীয় পরিবেশ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করণে নগরবাসীকে উৎসাহ প্রদান ও সম্পৃক্তকরণ, পরামর্শ ও উপকরণ বিতরণকে কেন্দ্র করে প্রতি বছর এই কৃষি মেলার আয়োজিত হয়।
এ বারের মেলার আয়োজনে থাকছে প্রায় ৮০টি স্টল। যেখানে ৩০টি নার্সারী, ২০টি ব্যক্তি নগর কৃষি উদ্যোক্তা, ৩টি এনজিও, ১০টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ৫টি ফুড কর্ণারসহ সামাজিক গ্রুপ এবং নগর কৃষি কর্নার থাকবে।
এছাড়া ৬ দিন ব্যাপী আয়োজনে নগর কৃষি সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ১০টি সেমিনার ও ওয়ার্কশপ থাকবে৷ এই আয়োজনে স্কুলের ছেলে-মেয়েদের জন্য পরিবেশ, কৃষি ও প্রাণ-প্রকৃতি নিয়ে কুইজ প্রতিযোগিতা, গাছ পরিচিতি, চিত্রাংকন, প্রশিক্ষণ ইত্যাদি নানা আয়োজন থাকবে।
৩য় নগর কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপাচার্য জনাব অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ সাইফুল আলম, মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনাব মোঃ রুহুল আমিন খান,
চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, জনাব আনোয়ার ফারুক, সাবেক কৃষি সচিব, জনাব মোঃ আমির হোসাইন চৌধুরী, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর। সভাপতিত্ব করবেন জনাব অধ্যাপক ড. আবুল হাসনাত এম সোলায়মান।