জাবের হোসেন (ফটিকছড়ি প্রতিনিধি)
গতকাল (১১ ডিসেম্বর) সকাল ৯ টায় ফটিকছড়ি পাইলট গার্লস স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় নিখোঁজ হন ৮ম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা ইসলাম। তার পিতা মোহাম্মদ হাসান জানান, স্কুল থেকে ফিরতে দেরি হওয়ায় স্কুলে খোঁজ নিয়ে জানতে পারি মেয়ে স্কুলে যায়নি। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিলেও এখনো পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। নিখোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছে।
একইভাবে পরিক্ষা দিতে গিয়ে নি’খোঁ’জ হয় অপর একজন শিক্ষার্থী হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী নিহা। নিখোঁজ হওয়া সন্তানকে ফিরে পেতে উভয় পরিবার সোসাল মিডিয়ায় আকুতি জানিয়েছে।
এই ব্যাপারে ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ নূর হোসেন বলেছেন, “নিখোঁজ হওয়া সানজিদার অভিভাবকের অভিযোগ ও তথ্যের ভিত্তিতে আমরা ফটিকছড়ি বাস স্টেন্ড এলাকার সিসিটিভি ফুটেজ দেখে বুঝলাম মেয়েটি স্কুল যাওয়ার পথে একটা রিকসা থেকে নেমে যাওয়ার পর তাকে আর দেখা যায়নি। আমরা এই বিষয়টি নিয়ে তদন্ত করছি” এবং নিহা নামের মেয়েটির ব্যাপারে আমরা তার পরিবারের দেওয়া তথ্যসূত্র অনুযায়ী তদন্ত চাল্লাচ্ছি।
এই ঘটনাকে কে কেন্দ্র করে ফটিকছড়িতে সোসাল মিডিয়া আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। উল্লেখ্য যে, বিগত কয়েক দিন ধরে ফটিকছড়ির বিভিন্ন জায়গায়, আরো কয়েক জন মেয়ে ও শিশু, নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এতে সকল অভিভাবকদের মনে উদ্বেগ, উৎকণ্ঠা ও দুশ্চিন্তা বিরাজ করছে।