শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১০ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

টাঙ্গাইলে ৯ জন জয়িতাকে সংবর্ধনা

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১০ ডিসেম্বর ২০২৪, ১৩:২৪

টাঙ্গাইলে ৯ জন জয়িতাকে সংবর্ধনা
আব্দুল্লাহ আল মামুন, (জেলা প্রতিনিধি টাঙ্গাইলঃ)
টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নয় জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, মহিলা অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার প্রমুখ।
শেষে জেলা পর্যায়ে সফল জননী নাসরিন সুলতানা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সুমী খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় মোছা. সেলিনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খালেদা নাসরিন ও শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা অর্জন করায় শাহনাজ পারভীনকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও সদর উপজেলা পর্যায়ে সফল জননী আসমা আহমেদ, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী তাহমিনা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় জোৎন্সা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খন্দকারকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরো খবর