যবিপ্রবি প্রতিনিধি:মেহেদী হাসান
আসন্ন বিজয় দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসে সপ্তাহ জুড়ে ক্রীড়া সপ্তাহের আয়োজন করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়াউল আমীন উক্ত ক্রীড়া সপ্তাহের উদ্ভোধন করেন।
ব্যাডমিন্টন, ভলিবল, মিনি ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন রকম আউটডোর এবং ইনডোর গেমের আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় অংশগ্রহন করবে ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন ‘‘বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরেই আন্তঃটুর্নামেন্টের আয়োজন করা হয়। পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, প্রফুল্লতা ও মনত্বাত্তিক বিকাশে এ ধরণের টুর্নামেন্ট কার্যকর ভূমিকা পালন করে।’’
উদ্বোধন কালে ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমীন উক্ত আয়োজনের প্রশংসা করে বলেন ‘‘সুস্বাস্থ্যের জন্য খেলাধুলা অপরিহার্য । ব্যাডমিন্টন, ভলিবল ও ক্রিকেটসহ বিভিন্ন প্রতিযোগিতায় ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ।’’
উল্লেখ্য, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু সালেহ মাহফুজুল বারী, যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাস ছাত্র হলের হল প্রভোস্ট ড. আব্দুল হালিম প্রমুখ।