নোয়াখালী সেনবাগ প্রতিনিধি : আমজাদ শিবলু
নোয়াখালী সেনবাগ উপজেলার বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত। এ উপলক্ষে শনিবার (৭ ডিসেম্বর) বিকালে প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মাওলানা নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ হারুন।
এসময় প্রতিষ্ঠানটির শিক্ষক বকুল আলম মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভ্যালিক্স লিমিটেড এর চেয়ারম্যান সেকান্তার আলী মানিক, জে এন্ড জে ট্রেড ইন্টারন্যাশনাল এর জিএম ও বিশিষ্ট রাজনীতিবিদ মামুনুর রশিদ পাটোয়ারি, গভর্নিং বোর্ডের অভিভাবক সদস্য শাহ জাহান, গভর্নিং বোর্ডের সদস্য মীর মোশারফ হোসেন মানিক। পরে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।