শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১০ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

আলোচিত ডাকাত জসিম হত্যা মামলার আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৭ ডিসেম্বর ২০২৪, ২১:৪৮

আলোচিত ডাকাত জসিম হত্যা মামলার আসামী গ্রেফতার
সানজিদ মাহমুদ সুজন, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
গত ১৫ আগস্ট দিনে দুপুরে উপজেলার বি.কে.নগর ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জসিম মোল্যাকে হত্যা করে দুর্বৃত্তরা।এ নিয়ে জাজিরা থানায় একটি মামলা দায়ের হয়।
এর পরিপেক্ষিতে শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে পাশ্ববর্তী জেলা মাদারীপুরের শিবচর এলাকা থেকে র্র্যাব-৮ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করে জাজিরা থানা পুলিশ।অদ্য ০৭/১১২/২০২৪ ইং তারিখ দুপুরে  তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
প্রধান আসামি জলিল শিকদার জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের মুন্সিকান্দী গ্রামের বাসিন্দা। নিহত জসিম মোল্লা (৩৫) উপজেলার সেনেরচর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও মোল্যা কান্দী গ্রামের বাসিন্দা আইয়ুব মোল্যার ছেলে।
এখানে উল্লেখ করতে হয় যে আইয়ুব মোল্লা তার এই ছেলেকে ত্যাজ্য পূত্র করলেও, জাজিরা থানা জসিম মোল্লার স্ত্রীর করা মামলা গ্রহন না করে পিতার মামলা গ্রহন করেন।

এ সম্পর্কিত আরো খবর