মাদারীপুরের কালকিনিতে একটি কবরস্থান থেকে দুই বালতি তাজা বোমা উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার গভীররাতে পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা এলাকার পাতাবালি গ্রাম থেকে ওই বালতিতে রাখা ২০টি হাত বোমা উদ্ধার করা হয়। এদিকে বোমা উদ্ধারের খবরে ওই এলাকার সাধারন জনগনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে দুই গ্রুপের লোকজন বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবে বোমাবাজির ঘটনা ঘটিয়ে আসছিল। এ বোমাবাজি বন্ধ করার লক্ষ্যে এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরেয়ে আনার অংশ হিসেবে কালকিনি থানা ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর সঙ্গীয় ফোর্সনিয়ে রাতে অভিযান পরিচালনা করেন। এ সময় পৌরসভার ২নং ওয়ার্ড পাতাবালি এলাকায় সামসুল হক বেপারীর পারিবারিক কবরস্থান থেকে দুই বালতি ভর্তি ২০টি হাতবোমা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২০টি হাত বোমা উদ্ধার করি। তবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে।