কে, এইচ, এম, নূরুল আলম কামাল (নেত্রকোণা প্রতিনিধি):
নেত্রকোণার কেন্দুয়ায় ভাতিজার কিল ঘুষির আঘাতে চাচা আবুল কালাম (৬০) নিহত হওয়ার অভিযোগ ওঠেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে সিংহেরগাও কান্দাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজাকে আটক করেছে পুলিশ। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম ।
নিহত আবুল কালাম উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে পারিবারিক যৌথ পুকুরে মাছ ধরছিল আবুল কালাম। এ সময় ভাতিজা লিটন তার চাচা মাছ ধরতে বাঁধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ভাতিজা লিটন মিয়া তার চাচা আবুল কালামকে ( ৬০) কিল ঘুষি মারে।
পরে স্থানীয়রা ঝগড়া থামায়। কলাম ঘরে চলে আসলে ভাতিজা এসে তাকে আবারও মারধর করেন। কিল ঘুষির আঘাতে চাচা আবুল কালাম ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় কেন্দুয়া থানা পুলিশ নিহতের ভাতিজা লিটনকে আটক করে। নিহতের স্ত্রী জোসনা আক্তার তার স্বামীর হত্যাকারী লিটনসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন।
এবিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ভাতিজার কিল ঘুষিতে চাচা আবুল কালাম মারা গেছেন। নিহতের লাশ সন্ধার দিকে নেত্রকোণা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাতিজা লিটনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।