নূর আলম – দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুর মুক্ত দিবস উপলক্ষে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার চন্ডিগড় অনাথালয় প্রাঙ্গণে ফিতা কেটে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী।
এই মেডিকেল ক্যাম্পে চন্ডিগড় অনাথালয়ের অর্ধ শতাধিক অনাথ ছেলেমেয়েদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান আলোচক ছিলেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মৎ জেবুন্নেসা। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক রিয়াজুল করিম, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, কবি লোকান্ত শাওন,কবি সজীম শাইন, কবি বিদ্যুৎ সরকার,সংস্কৃতিকর্মী শফিউল আলম স্বপন, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার,প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার,পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন শাওন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী রাকিব হাসান প্রমুখ। শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুন রণবীর।
আলোচকরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরেন। তারা বলেন প্রত্যেকেরই উচিত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করা। সমাজকে এগিয়ে নিতে আর্ত মানবতার সেবায় আত্মনিয়োগের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। দুর্গাপুর পাক হানাদার মুক্ত দিবসে এমন আয়োজন করায় শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনকে সবাই ধন্যবাদ জানান।