বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৮ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে আলুতে সুষম সার ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০৩

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে আলুতে সুষম সার ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ

আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি):

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে কৃষি জমিতে আলু রোপন মৌসুমে স্থানীয় কৃষকদের আলু রোপনে সুষম সার ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রশিক্ষক উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. ইমতিয়াজ জাহান খান জানান, আলু চাষের জমি প্রস্তুতে শতাংশ প্রতি যে পরিমাণ ইউরিয়া সার দেওয়া হয় তা চার ভাগের ২ ভাগ ছিটিয়ে পরবর্তী বীজ আলু রোপন করতে হবে। আলু রোপনের ২০-২৫ দিন পর সেচ দেওয়ার সময় বাকি এক ভাগ ইউরিয়া সার এবং সর্বশেষ ৪৫-৫৫ দিনে দ্বিতীয়বার সেচ দেওয়ার সময় বাকি এক শতাংশ ইউরিয়া সার ছিটিয়ে দিতে হবে।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির কনফারেন্স রুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টাপ্রেনরশীপ এন্ড রেসেলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষানি ও উদোক্তাদের সার্টিফিকেশন প্রশিক্ষণ দেওয়া হয়।
তবে পরিমান মত টিএসপি, এমওপি, জিপসাম ও রোপন আলু জমি প্রস্তুতের সময় ইউরিয়ার সাথেই দিতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জয়নুল আবেদীন তালুকদার জানান, টঙ্গীবাড়িতে ৯ হাজার ৯৪ হেক্টর জমিতে আলু রোপন হচ্ছে। বছরের পর বছর অতিরিক্ত মাত্রায় সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি দিন দিন কমে যাচ্ছে। সুষম সারের ব্যবহারের মাধ্যমে জমির উর্বরতার মান বজায় রাখতে হবে।
স্থানীয় কৃষকরা জানান, আমরা গন্ডা প্রতি (৭ শতাংশ) ইউরিয়া ২০ কেজি, টিএসপি ২০ কেজি, পটাশ ১০ কেজি, সামান্য পরিমান জিপসাম ও বোরন ব্যবহার করি।

 

কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জানান, মাটির পুষ্টি উপাদান জেনে সার প্রয়োগ করতে হবে। আমরা স্থানীয়ভাবে মাটি সংগ্রহ করে পরীক্ষা করেছি। তাতে যে রিপোর্ট এক তৃতীয়াংশ সার কম লাগবে।সারের ব্যবহার কমিয়েও ফলন ঠিক থাকবে। সারের ব্যবহার যৌক্তিক রাখতে হবে।

এ সম্পর্কিত আরো খবর

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

২২ জানুয়ারী ২০২৫