কক্সবাজারের টেকনাফের হাজমপাড়া এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দেওয়ায় বন বিভাগের পাঁচ কর্মীকে অবরুদ্ধ করে স্থানীয় জনতা।
পরে উত্তেজিত জনতা বনকর্মীদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং এক সংবাদকর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পুলিশ উদ্ধার অভিযানে গেলে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইব্রাহীম গুরুতর আহত হন।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাজমপাড়ায় এই ঘটনা ঘটে। রাত নয়টার দিকে পুলিশ ও র্যাবের একটি দল অভিযান চালিয়ে অবরুদ্ধ বনকর্মীদের উদ্ধার করে। এ সময় স্থানীয় জনতা তিনটি মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।
বন বিভাগের শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, হাজমপাড়ায় বনভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে তারা পরিদর্শনে যান। সেখানে স্থানীয় লোকজন তাদের ঘিরে রাখে এবং ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলে আগুন দেয়।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক দস্তগীর হোসেন বলেন, পুলিশের ওপর হামলা চালানো হলে এএসআই ইব্রাহীম আহত হন। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী জানান, বর্তমানে হাজমপাড়া এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।