রাকিবুল হাসান, (ডোমার নীলফামারী প্রতিনিধি):
নীলফামারী জেলার সদর উপজেলার বাইপাস মহাসড়ক পাঁচমাথায় ট্রাফিক পুলিশ নিয়োগ ও গোল চত্বরের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
বৃহঃস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিটে পাঁচ মাধা মোড়ে এ মানব বন্ধনের আায়োজন করে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন নীলফামারী ও নীলফামারী জেলার সাধারণ শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় সকল জনসাধারণ।
মানববন্ধনে বক্তব্যে কয়েকজন জানান, গত বেশ কিছু দিন থেকে এ মোড়ে অনেক কয়েকজন সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। দিন দিন এখানে দূর্ঘটনা বাড়ছে। এ মোড় দিয়ে প্রায় লক্ষাধিক মানুষ প্রতিদিন চলাচল করে। হাজার হাজার ভাড়ী,বড়,ছোট যানবাহন চলাচল করে।
এতো ব্যস্ততম মোড় হাওয়া সত্তেও এখানে কোন ট্রাফিক পুলিশ নেই।তারা জানান যতদ্রুত সম্ভব এখানে একটি গোল চত্বর স্থাপন করতে হবে এবং সকাল ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সার্বক্ষনিক জেলা ট্রাফিক পুলিশ কর্তৃক ট্রাফিক পুলিশ নিযুক্ত করতে হবে।
জানা যায়, গত ২ মাস ধরে এই মোড়ে সড়ক দূর্ঘটনায় প্রায় বেশ কয়েকজন সাধারণ মানুষ মৃত্যুবরণ করে।দিন দিন এই প্রবনতা বেড়েই চলছে।আবার গতকাল ৪ ডিসেম্বর এই পাঁচমাথা মোড়ের এতিম খানার সামনে সড়কে দূর্ঘটনায় সাবেক কৃষি কর্মকর্তা নিহত হন এরই প্রেক্ষিতে আজ এই মানববন্ধনের আয়োজন করেন তারা।
এ বিষয়ে টিআই ,(প্রশাসন) সদর ট্রাফিক, নীলফামারী, মো: মোস্তাফিজুর রহমান সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি সম্মন্ধে আমি অবগত হয়েছি এবং মানববন্ধন আয়োজনকারী সকলের সাথে আমার কথা হয়েছে, আমি আমার উর্ধতন কর্মকর্তাকে বিষয়টি সম্পর্কে অবগত করেছি এবং আজকে বিকেল থেকে প্রতিদিন বিকেল-রাত পর্যন্ত ব্যস্ততম সময়ে সেখানে পুলিশ সদস্য নিয়মিত নিয়োজিত থাকবেন এবং পরবর্তীতে পাঁচমাথা মোড়ে সর্বাক্ষনিক ট্রাফিক পুলিশ নিয়োগের ব্যাপারে আলোচনা চলছে।