মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সিংড়ায় জোর পূর্বক গাছ কেটে জমি দখলের অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৫ ডিসেম্বর ২০২৪, ১৪:১৭

সিংড়ায় জোর পূর্বক গাছ কেটে জমি দখলের অভিযোগ

আবু সা্সিঈদ,(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় ৭নং লালোর ইউনিয়নের মাদারীগাও গ্রামে গত মঙ্গলবার সকালে জোর পূর্বক জমি দখল চাষ ও গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভূক্তভোগী মোঃ মোজাহারুল ইলাম বাদী হয়ে সিংড়া থানায় একই গ্রামের সোলেমান,আব্দুর সাত্তার,রাকি হোসেন,মোঃ শাহজালাল,সাখওয়াত,মোঃ সেলিম ও আবু সাঈদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভুগী মোজহারুল ইসলাম জানান,আমার ক্রয়কৃত প্রায় ২.২ একর জমি দীর্ঘদিন ধরে প্রতিপক্ষরা জবরদখল করার চেষ্টা করছে,কিছুদিন আগে আমার জমিতে জোর করে চাষ করার খবর পেয়ে অমি সরেজমিনে আমার ক্রয়কৃত সম্পতিতে গেলে,প্রতিপক্ষরা আমাকে বিভন্ন হুমকি ধামকি দেয়, আমি প্রানের ভয়ে পালিয়ে আসি ।

গত ০৩/১২/২৪ তারিখ সকালে সোলেমান,আব্দুর সাত্তার,রাকি হোসেন,মোঃ শাহজালাল,সাখওয়াত,মোঃ সেলিম ও আবু সাঈদ, জমির ফলদ এবং বনজ গাছ কেটে মাটিতে ফেলে রাখে,আমি খবর পেয়ে সিংড়া থানায় এসে অভিযোগ দায়ের করলে ঘটনার স্থানে পুলিশ গিয়ে বাধা দেয়।  এ ঘটনায় আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসমাউল হক বলেন, তদন্ত চলমান আছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর