সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭

আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

রবিউল ইসলাম ,(বগুড়া শিবগঞ্জপ্রতিনিধিঃ) 

কুড়াহার ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান এর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।

বগুড়া জেলার শিবগঞ্জউপজেলার আটমূল ইউনিয়ন এর অন্তর্গত কুড়াহার ইসলামিয়া আলিম মাদরাসাটি অত্র গ্রামে ১৯৫০ইং সালে এলাকায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানের উদ্দেশ্য প্রতিষ্ঠিত করা হয়

প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যন্ত সুনামের সহীত পরিচালিত হয়ে আসছে।কিন্তু অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমানের অর্থ আত্মসাৎ দীর্ঘদিন ধরে আয়-ব্যয়ের হিসাব না দেওয়া,কমিটি গঠনে অনিয়ম,নিয়োগ বানিজ্য,স্বেচ্ছাচারিতাসহ দূর্নীতি ও অনিয়মের ফলে মাদ্রাসাটির অবস্থা বর্তমানে শোচনীয়।

এলাকাবাসীর সূত্রে জানা যায় যে,অধ্যক্ষ দীর্ঘ দিন যাবৎ আয় ব্যয়ের হিসাব না দিয়ে বরং বিভিন্ন উৎস থেকে আয়ের টাকা সরকারি বিধি মোতাবেক অত্র প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নাম্বারে জমা না রেখে নিজেই আত্মসাৎ করেছেন।আয় ব্যয়ের হিসাব চাইলে নানা অজুহাত তালবাহানা করে কাটিয়ে দেন।

এবং সর্বশেষ অধ্যক্ষ তৎকালীন আওয়ামী ফ্যাসিষ্ট প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় ৫ টি পদে নিয়োগ বাণিজ্য করে প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।

এছাড়া একাধিক সূত্রে জানা যায় যে,নিয়মিত কমিটির মেয়াদ থাকতে নতুন করে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে এলাকার অভিভাবকবৃন্দ ভোটার তালিকা প্রনয়ণ করার জন্য বার বার তাগিদ দিলেও তিনি কৌশল অবলম্বন করেছেন।

এমতাবস্থায় এলাকাবাসীর চাওয়া ও পাওয়া এ-ই ধর্মীয় প্রতিষ্ঠানটিতে,নিয়োগ বানিজ্য,স্বেচ্ছাচারিতাসহ যে দূর্নীতির অভিযোগ উঠেছে তার সত্যতা প্রমাণের জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ সম্পর্কিত আরো খবর