সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মুক্তিপণের টাকা নিতে এসে ধরা পড়ল অপহরণকারী

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:১৮

মুক্তিপণের টাকা নিতে এসে ধরা পড়ল অপহরণকারী

আবদুর রহমান, (টেকনাফ প্রতিনিধি):

কক্সবাজারের টেকনাফে অপহরণের পর মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন এক অপহরণকারী।

টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকায় মুক্তিপণ নিতে এসে আটক হন তিনি। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দস্তগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে আটক করে।

আটক মোহাম্মদ শফি উত্তর লম্বরীপাড়া ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে। অপহরণের শিকার জামাল হোসেন হ্নীলা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইউসুফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহার ছড়া পুলিশ ফাঁড়ির আইসি দস্তগীর হোসেন। তিনি জানান, অপরাধীকে আটকের পর অপহরণের শিকার জামাল হোসেনকে গহীন পাহাড়ে বন্দি অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগে জামালকে অপহরণ করে নিয়ে যায় একটি চক্র। এরপর তাকে মুক্তি দিতে টাকা দাবি করা হয়। সেই টাকা নিতে এলে শফিকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পাহাড়ে অপহরণ চক্রের বিরুদ্ধে পুলিশ সবসময় সজাগ আছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরো খবর