সাইফুল ইসলাম, কলাপাড়া উপজেলা (পটুয়াখালী প্রতিনিধি:)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১২৮ নং চর ধুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পরেই প্রধান শিক্ষক আল-আমিন বিশ্বাসকে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস।
জানা গেছে , গত ২৬ নভেম্বর শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত এক আদেশে তাকে উপজেলার ১৬নং লালুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলি করা হয়েছে।
গত ২৬ নভেম্বর নতুন কর্মস্থলে যোগদান যোগদান করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ধুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন আল আমিন বিশ্বাস। একই বিদ্যালয় চাকরি করছেন তার স্ত্রী ও তার কন্যা। এই শিক্ষক পরিবারের বিরুদ্ধে ছিল অনিয়ম দুর্নীতি একাধিক অভিযোগ। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেন শিক্ষা অফিসের কর্তা ব্যক্তিরা। সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা মেলে। পরে ৩১ অক্টোবর উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস তাকে শোকজ করেন। লিখিত জবাবে সন্তুষ্ট না হয়ে তাকে বদলি করা হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক আল-আমিন বিশ্বাসের (০১৭৩৮১৯৭৪৭২) মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করছেন না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে গত ২৫ নভেম্বর উপজেলার ১৬নং লালুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলি করা হয়েছে। ২৬ তারিখ তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।