রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
৪ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

দিনাজপুরে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই করে চালককে হত্যা

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৩ ডিসেম্বর ২০২৪, ২০:২৫

দিনাজপুরে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই করে চালককে হত্যা

সজীব রেজা-ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট থানায় ভরত চন্দ্র দাশ (৫৫) নামে এক ব্যাটারি চালিত ভ্যানচালককে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি  উপজেলার কালুপাড়া পিটালী গাছা গ্রামের মৃত কালীদাস চন্দ্রের ছেলে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বুলাকীপুর ইউনিয়নের লোহারবন্দর গ্রামের একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করে।

থানা ও পরিবার সুত্রে জানা গেছে,জীবিকার তাগিদে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে প্রতিদিনের ন্যায় ভরত চন্দ্র (৫৫) সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়। একই দিন রাতে বাড়িতে না ফেরার কারনে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার খোঁজ পায়নি।
মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয় এক ব্যক্তি লোহারবন্দর গ্রামের একটি আম বাগানে  লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন এবং পুলিশকে খবর দিলে,পুলিশ এসে লাশটি উদ্ধার করে ।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, প্রাথমিকভাবে দেখে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে দুর্বৃত্তরা তাঁর অটো ভ্যান নিয়ে পালিয়ে গেছে। লাশ উদ্ধারের সময় গলায় চিহ্ন দেখা গেছে।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং থানায় হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরো খবর