খাদিজা আক্তার; (বান্দরবান প্রতিনিধি):
বান্দরবান পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বান্দরবানের জেলা প্রশাসক জনাব শাহ মোজাহিদ উদ্দিন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪.৩০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলাপ্রশাসক জনাব শাহ মোজাহিদ উদ্দিন।
জেলাপ্রশাসক জনাব শাহ মোজাহিদ উদ্দিন তার বক্তব্যে জানান দীর্ঘ তিন বছর এই পদোন্নতি স্থগিত ছিলো। এবারে একসাথে বিভিন্ন পদে ১১ জন পদোন্নতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং আশা রাখেন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় পার্বত্য জেলার জনসাধারণের সেবাপ্রাপ্তি আরো সহজতর হবে।
উল্লেখ্য বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনে এবার উপ প্রশাসনিক কর্মকর্তা পদে ২ জন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে ১ জন এবং উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে ৭ জন পদোন্নতি পেয়েছেন।
এসময় বান্দরবানে জেলা প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।