শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১০ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদের হুইলচেয়ার উপহার দিলো কারিতাস

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৬

প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদের হুইলচেয়ার উপহার দিলো কারিতাস
নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে পালিত হয়েছে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের এসডিডিবি প্রকল্পের আয়োজনে মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়৷ এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে দুর্গাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।
প্রতিবন্ধী দিবসের এই আয়োজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবির। দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাস এসডিডিবি প্রকল্পের এ্যানিমেটর সারেন তজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস মাঠ সমন্বয়কারী ছবি ম্রং,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার,দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এবং আইসিটি কর্মকর্তা সামিউল আলম শামীম।
আলোচনাকালে বক্তারা বলেন,প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। কারিতাসের এই আয়োজনে দুর্গাপুরের বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরো খবর