বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

বড়াইগ্রামে বিনাচাষে রসুন চাষে ব্যস্ত কৃষক

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৩

বড়াইগ্রামে বিনাচাষে রসুন চাষে ব্যস্ত কৃষক
আসমত উল্লাহ, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোর বড়াইগ্রামের রসুন চাষিরা ব্যস্ত সময় পার করছেন। জমির কাদামাটি শুকিয়ে যাওয়ার আগেই মাটিতে বপন করছেন রসুনের কুয়া। বপনকৃত  ক্ষেত ঢেকে দিচ্ছেন ধানের লারা,সন,বন,কচুরিপানা ইত্যাদি দিয়ে।
একই সময়ে ধান কাটা ও রসুন বপন শুরু হওয়ায় শ্রমিক সংকটে গৃহস্থরা। নারী শ্রমিকদের কদর বাড়লে ও মজুরি কম। মজুরী কম হওয়ার কারনে গৃহস্থরা নারী শ্রমিকদের প্রাধান্য দেন বেশি।
ভরতপুর গ্রামের কৃষক হযরত আলী বলেন এবার রসুনের দাম বেশি হওয়ার কারনে রসুন চাষের চাহিদা গতবছরের চেয়েও তুলনামূলক অনেক বেশি। তিরাইল গ্রামের কৃষক আশিকুর রহমানের সাথে কথা বলে জানা যায়, এক বিঘা জমিতে রসুনের আবাদ করতে রসুন সার, কীটনাশক, সেচ ও শ্রমিক খরচসহ প্রায় আটত্রিশ থেকে ছয়চল্লিশ হাজার টাকা খরচ হচ্ছে।
প্রতি বিঘা জমিতে আনুমানিক ২০ থেকে ২৫ মন রসুনের ফলন হয়ে থাকে। লক্ষীকোল বাজার রসুন ব্যবসায়ী আব্দুল বারেক সরদার জানান বর্তমান প্রতি মন (৪০ কেজি) রসুনের বাজার মূল্য সাইজ অনুযায়ী সাত হাজার পাঁচশত টাকা থেকে নয় হাজার টাকা পর্যন্ত। অপর ব্যবসায়ী রাজন জানান এবারে রসুনের মূল্য বেশি থাকার কারনে এলাকায় কৃষক রসুনের আবাদে আগ্রহী বেশি।
বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাদী হাসান জানান চলতি মৌসুমে আনুমানিকভাবে লক্ষ্যমাত্রা ৭০২৫ হেক্টর জমিতে রসুনের আবাদ চাষ করা হচ্ছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ৬৩২২৫ মেট্রিক টন হতে পারে বলে আশাবাদী।

এ সম্পর্কিত আরো খবর