সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

গুপ্তধন ভেবে গ্রেনেড বাড়িতে রাখলেন কৃষক

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৭

গুপ্তধন ভেবে গ্রেনেড বাড়িতে রাখলেন কৃষক
সাব্বির হোসেন, (লালমনিরহাট প্রতিনিধি):
লালমনিরহাটের পাটগ্রামের সানিয়াজান নদীতে এক মাস আগে মাটি কাটতে গিয়ে একটি পরিত্যক্ত ধাতব বস্তু কুড়িয়ে পান লেবু মিয়া নামের এক কৃষক। গুপ্তধন ভেবে এটি তিনি নিজের কাছেই রেখে দেন।
এক মাস পর ভুল ভাঙে লেবুর। তিনি জানতে পারেন যে ওই ধাতব বস্তু কোনো গুপ্তধন নয়, বরং পুরোনো গ্রেনেড। এটি আজ সোমবার স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কৃষক লেবু মিয়া উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা বাজার এলাকার বাসিন্দা মোফাজ উদ্দিনের ছেলে। গ্রেনেডটি তিনি পাটগ্রাম থানা–পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার। গ্রেনেডটির ওজন আনুমানিক ৫০০ গ্রাম।
এটি অনেক পুরোনো। গ্রেনেডটি ছোট হওয়ায় হাতের মুঠোয় রাখা সম্ভব জানিয়ে ওসি সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে যে এটি ৭১ সালের গ্রেনেড। এটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফোরক ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
কৃষক লেবু মিয়ার ভাষ্যমতে, ২৫-৩০ দিন আগে নদীতে মাটি কাটার একপর্যায়ে মাটির নিচে কোদালের আঘাতে শব্দ পান। পরে তিনি লোহার মতো জিনিসটি পান। এটি গুপ্তধন মনে করে বাড়ি নিয়ে রাখেন। বিষয়টি তিনি স্থানীয় লোকজনকে জানালে তাঁরা থানায় খবর দেন।

এ সম্পর্কিত আরো খবর