বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৮ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ভোলায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্যাবের মানববন্ধন

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০২ ডিসেম্বর ২০২৪, ২০:১২

ভোলায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্যাবের মানববন্ধন
মো.সবুজ,(ভোলা প্রতিনিধি):
অসাধু ও অধিক মুনাফাভোগী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)ভোলা জেলা কমিটি।
সোমবার(২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে ভোলা জেলা ক্যাবের সভাপতি মোঃ সুলাইমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা ক্যাবের নির্বাহী সদস্য গাজী তাহের লিটন, দপ্তর সম্পাদক শাহনাজ বেগম চিনু, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ভাস্কর্ম মজুমদার, নির্বাহী সদস্য হিমাদ্রি শংকর দে, নির্বাহী সদস্য ইয়াসমিন বেগম সহ অন্যান্যরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ক্যাব ভোলা জেলার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোঃ আবুল হোসেন, ক্যাবের জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন,নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। হাত বদল হতেই এসকল পন্যের দাম বেড়ে যায় কয়েকগুন।যা সিন্ডিকেট করে সাধারণ মানুষদের জিম্মি করা হচ্ছে। অবিলম্বে এসকল অসাধু ব্যবসায়ীদের শনাক্ত করে সিন্ডিকেট ভাঙ্গার পাশাপাশি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে।এছাড়াও নিষিদ্ধ খোলা ভোজ্যতেল (ড্রামে) বিক্রয় বন্ধের পাশাপাশি বাজারকে ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মানববন্ধনে ৮ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো- অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে। বাজার অভিযান বৃদ্ধি করতে হবে। টিসিবির ট্রাকসেল বাড়াতে হবে। খোলা বাজারে ভোজ্যতেল বিক্রেতাদের কঠোর ভাবে আইনের আওতায় আনতে হবে।
ভোক্তা স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ বা কনজুমারস মন্ত্রণালয় গঠন করতে হবে। সরকার এক কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে নিত্যপণ্য দিচ্ছে- এর সংখ্যা দেড় কোটি করতে হবে এবং আইনে নিষিদ্ধ থাকা বাজারে খোলাভোজ্য তেল (ড্রামে) বিক্রেতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ সম্পর্কিত আরো খবর

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

২২ জানুয়ারী ২০২৫