রুমানা খান বাউফল প্রতিনিধি :
বাউফলে আহত ও শহীদদের স্মরণে উপজেলা প্রসাশনের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডের সভাপতিত্বে স্মরণ সভায় বাউফল অর্মিক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খন্দকার নাজমুস সাকিব, বাউফল থানার ওসি মোঃকামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার অনিরুদ্ধ দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা প্রশান্ত কুমার সাহা (পিকে সাহা),গণঅভ্যুত্থানে শহিদ সাংবাদিক মেহেদী হাচান এর বাবা মোঃ মোসারেফ হোসেন, বাউফল বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোঃ মুনতাসীর তাসরিফ লামিম, গণআধিকার পরিষদের মোঃ রাশেদুল হাসান উপস্থিত ছিলেন।