সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

লালমনিরহাটে ১২০ টাকায় পুলিশের চাকরি পেল ৩৬ জন

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:১০

লালমনিরহাটে ১২০ টাকায় পুলিশের চাকরি পেল ৩৬ জন
টাকা ছাড়া চাকরি তাও আবার পুলিশের চাকরি শুনে রীতিমতো চোখ কপালে লালমনিহাট বাসির। “চাকরি নয়, সেবা” এই মূলমন্ত্র প্রতিষ্ঠিত করতে গত নভেম্বর ২০২৪ মাসে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হয়।
যা গত সেপ্টেম্বর ২০২৪ এর নিয়োগ কার্যক্রম এর অন্তর্গত ছিল। লালমনিরহাট জেলার পুলিশ কর্মকর্তাগণ এবং সার্বিক ভাবে জেলা সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সমগ্র কার্যক্রমের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেন  যা লালমনিরহাট বাসি একটি পরিবর্তনের আশার আলো দেখতে পাচ্ছেন।
নিয়োগ কার্যক্রমের আওতায় মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে উক্ত নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌখিক পরীক্ষার ফলাফলে  ৩৬ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয় এবং ০৩ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়। অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান।
এই ১২০ টাকা চাকুরীর অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, সেপ্টেম্বর-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা প্রাক্কালে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচিত প্রার্থীদের সম্মানিত অবিভাবকগণও। মেধা যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তাদের মধ্যে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন।
নতুন নিয়োগপ্রাপ্ত একজন বলেন, সম্পূর্ণ বিনা টাকায়, বিনা ঘুষে এই চাকরি পাওয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলার পুলিশ সুপার জনাব তরিকুল ইসলাম স্যারের কাছে। তার মতো সৎ অফিসার যদি প্রতিটি জেলায় থাকতো তাহলে আর আমাদের চাকরি নিয়ে টেনশন করতে হতো না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন উনাকে সুস্থ ও সুন্দর জীবন দান করেন।

এ সম্পর্কিত আরো খবর