গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মো. নুরুল আমিন নামে এক রোহিঙ্গা যুবকসহ তার সহযোগী স্থানীয় দালাল দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার ( ১ ডিসেম্বর) দুপুরে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ওই রোহিঙ্গা যুবক ভুয়া কাগজপত্র তৈরি করে ভোটার নিবন্ধন করতে এলে তাদের আটক করা হয়। পরে বিকালে তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটক রোহিঙ্গা মো. নুরুল আমিন (২৪) কক্সবাজারের উখিয়া উপজেলার জি-৩ বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বাসিন্দা। তার পিতার নাম মো. হোসেন ওরফে লালু মিয়া ও মায়ের নাম মোছ. ইশারত ফাতেমা।
এছাড়া তার সহযোগী তায়েফ সরকার (২৩) সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুজ্জামান সরকারের ছেলে ও জীবন কৃষ দ্বিপদ উজ্জ্বল (৩৪) একই ইউনিয়নের তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মণের ছেলে।
রোববার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আরাজী তরফ কামাল গ্রামের (এলাকার কোড নং-০৬২৩) ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ওই রোহিঙ্গা যুবক স্থানীয় দুইজনকে সঙ্গে নিয়ে তার কার্যালয়ে আসে।
ভোটার আবেদনের অনলাইন কপি ও সংযুক্ত কাগজপত্রে পিতার নাম মো. হেলাল উদ্দিন ও মায়ের নাম রত্না বেগম উল্লেখ করেন।
কাগজপত্র পর্যালোচনা করে সন্দেহ সৃষ্টি হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় রোহিঙ্গা যুবক নুরুল আমিনের কথাবার্তায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষার উচ্চারণ পাওয়া যায়। তখন রোহিঙ্গা যুবক তার সঙ্গে থাকা দুই যুবকের সহায়তায় এই এলাকার ভোটার নিবন্ধন করতে আসেন বলে স্বীকার করে। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়।
রোববার রাতে সাদুল্লাপুর থানার ওসি মো. তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মোমেন বাদী হয়ে আজ রাতে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, আটক স্থানীয় দুই যুবক জাল জন্ম সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র তৈরি এবং সনাক্তকারী হিসাবে ওই রোহিঙ্গা যুবককে সহায়তা করে।