বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজারের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০২ ডিসেম্বর ২০২৪, ১০:১৮

গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজারের শুভ উদ্বোধন
মো. মিজানুর রহমান (গলাচিপা উপজেলা প্রতিনিধি):
সরাসরি কৃষকের মাধ্যমে উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রয়ের জন্য গলাচিপা প্রশাসনের ব্যবস্থাপনায়, ২ ডিসেম্বর সকালে শুরু হয়েছে টোল ও খাজনা ফ্রি সবজি বাজার।
গলাচিপা অফিসার্স ক্লাব মাঠে গলাচিপা উপজেলা প্রশাসন ও পৌরসভার  সহযোগিতায় শুরু হওয়া এ কাঁচাবাজার শুভ উদ্ভোধন করেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মিজানুর রহমান।
 এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, সদর ইউনিয়নের চেয়ারম্যান, মো. জাহাঙ্গীর হোসেন টিটু, প্রেস ক্লাবের সভাপতি, মো. খালিদ হোসেন মিল্টন, উপজেলা  প্রেসক্লাবের সভাপতি ডা. হাফিজ উল্লাহ,বিশিষ্ট ব্যবসায়ী হাজী মনির হোসেনসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
বিভিন্ন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারা এবং বাজারের চেয়ে কিছুটা কম মূল্যে সবজি কিনতে পেরে উপজেলা প্রশাসকে ধন্যবাদ জানায়।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার জানান, “প্রান্তিক কৃষকদের এখানে এসে সবজি বিক্রয় করার জন্য আমরা সকলকে উৎসাহিত করবো। পাশাপাশি যোগাযোগ রাস্তাগুলো সংস্কার করতে পারলে গ্রাম থেকে কৃষকরা সহজেই সবজি নিয়ে আসতে পারবে”।
 উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে সবজির যে দাম তাতে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে অবস্থান করছে। আমরা বিভিন্ন কৃষকের সাথে কথা বলেছি তারা সরাসরি তাদের উৎপাদিত পন্য এখানে বিক্রি করবে। তাদের দোকান ভাড়া দিতে হবেনা, তাদের পন্য পরিবহনের ব্যবস্থা করা হবে ও খাজনা দিতে হবেনা। এতে করে ভোক্তারা বাজারের থেকে অনেক সাশ্রয়ী মূল্যে সবজি কিনতে পারবে”।

এ সম্পর্কিত আরো খবর