মো.সবুজ,ভোলা; ভোলায় কোষ্টগার্ডে পৃথক দুটি অভিযানে ১ টি আগ্নেয়াস্ত্র, ১২টি হাতবোমা,১৩ টি প্রতিবন্ধী ভাতা কার্ড ও বেশকিছু দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) ভোর ৬ টায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
রবিবার সকাল ১১ টায় কোষ্টগার্ড দক্ষিন জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. রিপাত আহমেদ (স্টাফ অফিসার)এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন মো.ফারুক দৌলত ও মো.হোসেন সিয়াম।এর মধ্যে ফারুক দৌলত দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোষ্টগার্ড জানায়, আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে চাঁদাবাজী জমিদখল ও অস্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযান পরিচালনা করে মো. ফারুক দৌলত ও হোসেন সিয়ামকে আটক করে।এসময় তাদের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড ফাকা কার্তুজ,১২ টি হাতবোমা, ৩ টি দেশীয় অস্ত্র ও ১৬ টি প্রতিবন্ধী ভাতা কার্ড জব্দ করা হয়।
পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।