বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৮ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

বানিজ্য

বাজারে কিছুটা কমেছে পেঁয়াজের ঝাঁঝ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ৩০ নভেম্বর ২০২৪, ১৩:২৩

বাজারে কিছুটা কমেছে পেঁয়াজের ঝাঁঝ

আবারো কমেছে পেঁয়াজের দাম। হিলির খুচরা বাজারে কেজিতে ৫ টাকা কমে ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে হিলির বাজার সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সরবরাহ বেশি এবং ক্রেতা কম থাকায় কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত বৃহস্পতিবার ভারতীয় ৫৫ ট্রাকে ১ হাজার ৫২০ মেট্রিকটন আলু এবং ১৩ ট্রাকে ৩৮০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

এদিকে, গত বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন হিলি বাজারে বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ ও আলু আমদানি অব্যাহত থাকার ফলে কমেছিল ভারতীয় পেঁয়াজের দাম। তবে আলুর দাম অপরিবর্তিত রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর