যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে বাধাগ্রস্ত করার নানা প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে। মিথ্যাচার ও অপপ্রচারের ধাক্কা সামলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের স্থিতিশীলতার বার্তা নিয়ে এবার ঢাকায় সফর করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এক প্রতিনিধি।
বৃহস্পতিবার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসার অংশীদার ও বিলিয়নিয়ার জেন্ট্রি বিচ। তিনি সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন এবং তার এই সফর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
কয়েক মাসের ব্যবধানেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এসেছে পরিবর্তন। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। অন্যদিকে জো বাইডেনের ডেমোক্র্যাট পার্টিকে পরাজিত করে বিশাল এক জয় তুলে নেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বের পরিবর্তন আসায় ব্যবসা বাণিজ্যে নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ সফরে এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক, সহযোগী এবং বিলিয়নিয়ার জেন্ট্রি।
বৃহস্পতিবার মার্কিন অন্যতম শীর্ষ এই ব্যবসায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন।প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দুই নেতার এই বৈঠকের তথ্য ও ছবি প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের ইচ্ছার কথা তুলে ধরেন তিনি।