মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।
যুক্তরাষ্ট্র থেকে ৭৫২ কোটি টাকায় এক কার্গো এলএনজি আমদানি করবে বাংলাদেশ, যা চলতি বছরের ৩০-৩১ জানুয়ারির মধ্যে পৌঁছাবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই আমদানি কার্যক্রম পরিচালনা করবে। আন্তর্জাতিক কোটেশনে সর্বনিম্ন দরদাতা হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক মেসার্স এক্সেলারেট এনার্জি এলপি এই এলএনজি সরবরাহের দায়িত্ব পেয়েছে। এই আমদানিতে ব্যয় হবে ৭৫২ কোটি ৫০ লাখ ২৪ হাজার ৪১৬ টাকা।
বৈঠকের সূত্র অনুযায়ী, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পেট্রোবাংলার আমন্ত্রণে ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৩টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়, যার মধ্যে মেসার্স এক্সেলারেট এনার্জি এলপি সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়।
এই চুক্তির অধীনে প্রতি এমএমবিটিইউ ১৫.৬৯ মার্কিন ডলারে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে।