শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১০ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

বানিজ্য

রমজানে ভোজ্যতেলে স্বস্তি দিতে শুল্ক-কর অব্যাহতি

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৬ ডিসেম্বর ২০২৪, ২১:০৩

রমজানে ভোজ্যতেলে স্বস্তি দিতে শুল্ক-কর অব্যাহতি

রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের আমদানি শুল্ক ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

আজ রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস সেবা সহজে যাত্রীদের জন্য হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় খেজুর আমদানিতেও শুল্ক কমানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, রোজায় ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে কাজ করা হচ্ছে।

করদাতাদের উৎসাহ দিতে আগামী বছর থেকে ই-রির্টান দাখিলের জন্য মোবাইল আ্যাপ চালু করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

 

এ সম্পর্কিত আরো খবর