রাজধানীর উত্তরা এলাকায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে টার্গেট করে নৃশংস হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টরে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ওই দুইজনকে গুরুতর আহত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত একটি মানববন্ধন শেষে ফেরার পথে জুলাই রেভেলসের ওই দুই সদস্যের ওপর অতর্কিতভাবে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাকারীরা আগে থেকেই ওত পেতে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হঠাৎ আক্রমণ চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহত অবস্থায় দুজনই রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন এবং সংগঠনের অন্যান্য সদস্যরা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উত্তরা ৬ নম্বর সেক্টরে অবস্থিত ইউএসবি স্পেশালাইজড হাসপাতাল (রাজউক কলেজ সংলগ্ন)-এ ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতির অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
ঘটনার খবর পেয়ে উত্তরা পূর্ব থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আশিক বলেন, “দুইজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। প্রয়োজন হলে ঢামেকে পাঠানো হবে।”
তিনি আরও জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
এদিকে, এ ঘটনার পর উত্তরা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে ভীতি সৃষ্টি ও প্রতিবাদী কণ্ঠ দমনের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।