মো:ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নে শালিয়াবহ সাপ্টারবাইদ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ উপজেলা নিবাহী কর্মকর্তার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট দায়ের করেছে এলাকাবাসী।
লিখিত অভিযোগ থেকে জানাযায় উপজেলার রসুলপুর ইউনিয়নে ১৯৮৪ সালে মাদ্রসাটি স্থাপিত হয়। প্রতিষ্ঠা কাল থেকে আওয়ামীলীগের লোক দলীয় প্রভাব খাটিয়ে নানা দুর্নীতি করতেন। এলাকাবাসীর কোন মতামত না নিয়ে কমিটি গঠন করে শিক্ষক নিয়োগ দিয়েছেন।
মাদ্রাসার ঘর জরাজীর্ণ অবস্থায় পরে আছে, নেই চেয়ার টেবিল শিক্ষার্থী। কাগজে কলমে শিক্ষকদের নাম থাকলেও বাস্তবে ঘটনা উল্টো। মাদ্রাসার আল আমিন নামে এক শিক্ষক তিনি ২০১৫ সাল থেকে সৌদি থাকেন, সামিয়া মৌ নামে একজন শিক্ষিকা তিনি ও দীর্ঘ দিন যাবৎ বরিশালে চাকরী করেন।
ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান এখন পর্যন্ত এখানে কোন শিক্ষক বা ছাত্র আমি দেখিনি। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে তাও আমরা জানিনা শিক্ষক নিয়োগ দিয়েছে তাও আমরা জানিনা। এলাকাবাসী মোঃ রবিউল ইসলাম জানান এই মাদ্রাসা ১৯৮৪ সালে স্থাপিত হয়েছে কিন্তুু পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। কিছু অসাধু শিক্ষকরা নিজেরাই বসে শিক্ষক নিয়োগ দিয়েছে এবং ম্যানেজিং কমিটি করেছে।
শালিয়াবহ সাপ্টারবাইদ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ হোসেন আলী মুঠোফোনে জানান আমাদের শিক্ষক ৫ জন আল আমিন নামের এক জন বিদেশ থাকে এটা সবাই জানে রোজার পর চলে আসবে। ছাত্র ছাত্রী কত জন জানতে চাইলে তিনি জানান আপনার সাথে দেখা করে কথা বলব।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নিব।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?