মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত এবং সংবর্ধনা দেয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শরীফুল হক, সিভিল সার্জন ডা: মনিরুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা জাময়াতে ইসলামীল সেক্রেটারী মাওলানা হারুন-অর-রশিদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, আবুল হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান হুমায়ুন কবির কামাল, আমিরুল ইসলাম প্রমূখ।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ও বীর মুক্তিযোদ্ধাগণ স্বাধীনতার সংগ্রামী অতীত নিয়ে আলোচনা করেন এবং সামনের দিনগুলোতে সকল প্রতিবন্ধকতা মারিয়ে বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের পরিবার, বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার যুদ্ধে শহীদ পরিবারের সদস্যদেরকে সংবর্ধনার মাধ্যমে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এর আগে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, যুগিরঘোল বদ্ধভূমিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, পুলিশ সুপার মোঃ শরীফুল হক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আছাদুজ্জামান, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ডিআইও-১ সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?