জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন,
“বন্ধু হান্নান মাসুদের ওপর যে আক্রমণ চালানো হয়েছে, তা আমরা তীব্রভাবে নিন্দা জানাই। আমাদের এই গণঅভ্যুত্থানের সহযোদ্ধার ওপর হামলা চালানো হয়েছে একটি পথভ্রষ্ট দল দ্বারা। আমরা অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আমরা বলতে চাই, এটি কোনো মুসলমানের নির্বাচন হবে না, এটি কোনো টাকা বানিয়ে রাজনীতি করার নির্বাচন হবে না।
আগামী নির্বাচনে পোস্টার লাগিয়ে কেউ জিততে পারবে না। তরুণরা যেমন ৫ তারিখে লড়াই করে জয়ী হয়েছিল, তাদের সেই পূর্ণ টেকনিক আগামী নির্বাচনে ব্যবহৃত হবে।
তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে, কারণ তারা বুঝে গেছে, আসন্ন ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা কীভাবে পার পাবে।
এছাড়া, তিনি সকল তরুণ যুবকদের আহ্বান জানান যে, ৫ তারিখে ঐক্যবদ্ধভাবে নিজেদের লক্ষ্যে এগিয়ে যান, এবং আগামীতে আমাদের সামনে যে চ্যালেঞ্জ এসেছে, তা মোকাবেলা করতে।
আগামী নির্বাচনে আমাদের জয় হবে, কারণ আমরা এই জয়টি কোনো ব্যক্তির জন্য নয়, কোনো পরিবারের জন্য নয়, কিংবা কোনো মাফিয়াতন্ত্রের জন্য চাই না।
আমরা এই জয়টি চাদাবাজ, টেন্ডারবাজ, মাফিয়াতন্ত্র, সৈন্যতন্ত্র এবং সমস্ত দুর্নীতির বিরুদ্ধে চাই। এজন্য, তরুণ যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
যারা সিনিয়র সিটিজেন, তাদেরও ঐক্যবদ্ধ হয়ে হাজির হয়ে মাটি মানুষের জন্য লড়াই করতে হবে।
আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের জয় হবে, এই জয় কোনো মাফিয়াতন্ত্র, অস্ত্রবাজ, টাকাবাজ, কিংবা সৈন্যতন্ত্রের স্থান হবে না। জয় হবে জনগণের, জয় হবে হাজিরাবাসীর, জয় হবে শাস্ত্রীয়ভাবে, এবং সবাই ঐক্যবদ্ধ থেকে ইনশাআল্লাহ আমাদের জয় হবে।”

সচিবালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত বলে সন্দেহ করছেন অনেকে। আপনি কী মনে করেন?