ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকালে বলেন, “ভাই, আমরা মনে করি ৭১ এই দেশকে জন্ম দিয়েছে, এবং আমরা একটি স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা।৭১ এর স্বাধীনতা রক্ষার লড়াইয়ের অন্যতম ধাপ ২৪।
কিন্তু বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট, সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি, যে দেশের প্রত্যেক নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাকস্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত ভূখণ্ড স্বাধীন হয়ে কোন লাভ নেই।
আমরা বিশ্বাস করি, ২৪ তারিখে সেই স্বাধীনতাকে রক্ষা করা হয়েছে, এবং ২৪ এর গণভূত্থান আবার একটি রক্তক্ষয়ী গণভূত্থানের মধ্যে দিয়ে ৭১-এর অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার যে কঠিন লড়াই ছিল, সেই লড়াইয়ের একটি অন্যতম ধাপ ছিল ২৪। এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই এই দেশের মানুষ স্বাধীন ভূখণ্ডে পরাধীন অনুভব করবে না।

সচিবালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত বলে সন্দেহ করছেন অনেকে। আপনি কী মনে করেন?